প্রকাশিত: Fri, Mar 22, 2024 9:55 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:53 AM

[১]এমভি আবদুল্লাহর নাবিকরা ভালো আছেন [২]জলদস্যুদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে

সালেহ্ বিপ্লব, মুরাদ হাসান: [৩] জাহাজটির মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে আমাদের নতুন সময়কে বলেন, জাহাজের নাবিকদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। খাদ্য বা পানীয়ের কোনও সংকট নেই। 

[৩.১] প্রশ্নের জবাবে তিনি বলেন, নাবিকদের উদ্ধারের বিষয়টি সময়সাপেক্ষ। তৃতীয় পক্ষের মাধ্যমে জলদস্যুদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। মুক্তিপণের বিষয়ে এখনো কোনও আলোচনা হয়নি। 

[৪]  গত ৪ মার্চ বাংলাদেশের কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এস আর শিপিংয়ের এমভি আবদুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয়। ১২ মার্চ দুপুর দেড়টার দিকে খবর আসে, ভারত মহাসাগরে জাহাজটি ছিনতাই হয়েছে। 

[৫] জাহাজে আটক নাবিকদের উদ্ধারে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা চলছে। মালিকপক্ষও পূর্বের অভিজ্ঞতার আলোকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। জলদস্যুরা এরই মধ্যে জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। 

[৬] বাংলাদেশি জাহাজটি ছিনতাই হওয়ার সময় থেকেই এটিকে পর্যবেক্ষণে রেখেছে ভারতীয় নৌবাহিনী। তারা এরই মধ্যেই জলদস্যুদের ব্যবহৃত জাহাজ এমভি রুয়েনের গতিরোধ করে জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে। ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, রুয়েনে থাকা ৩৫ জলদস্যু আত্মসমর্পণ করেছে। ১৭ নাবিককে উদ্ধার করা হয়েছে। সম্পাদনা:সমর চক্রবর্তী